দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা আওয়ামী লীগ আসামি ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা পালন করেছে। বুধবার বেলা ১১টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা সভাপতি শেখ আবুল হোসেন। উপজেলা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি গোপাল মন্ডল। বক্তৃতা করেন আব্দুল্লাহ ফকির, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, রনজিত মন্ডল, অসিত বরন সাহা, শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমিন, মিহির মন্ডল, শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মানস রায়, অধ্যাপক দুলাল রায়, দেবব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, জয়ন্তী রানী সরদার, কে এম কবির হোসেন, সঞ্জিব রায়, নির্মল সরদার, সুশংকর বাছাড় চিকন, সরোজিত রায় কুঞ্জু, স্বপন কুমার সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, ক্ষিতিশ রায়, জ্যোতি শংকর রায়, নিহার মন্ডল, তুষার রায়, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, বিধান বিশ্বাস, আব্দুল্লাহ আল মাসুম, রতন মন্ডল, ফয়সাল শরীফ, লিটন সরদার প্রমুখ। সভায় আসামি ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে দাকোপ থেকে ২০-২৫ হাজার নেতা-কর্মি যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। সব শেষে প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল বের করা হয়।