দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করেন।
সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি.এম রেজা, স্যানিটারি ইন্সপেক্টও নারায়ন রায়, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল বাসার প্রমুখ। সভা শেষে বিশ^ তামাক মুক্ত দিবস উদ্যাপন করা হয়।
দাকোপে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

Leave a comment