দাকোপ (খুলনা) প্রতিনিধি : শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে খুলনার দাকোপে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এ মানববন্ধনের আয়োজন করেন।
গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে প্রধান শিক্ষক সিতাংশু কুমার মন্ডলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক পল্লব কুমার বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক ইউনুছ আলী শেখ (টিটো), প্রবীর কুমার মন্ডল, মোল্যা আব্দুর রউপ, মনিরুজ্জামান, রমেশ চন্দ্র গোলদার, অনুপ কুমার মন্ডল, স্বপন কুমার শীল, স্বপন কুমার রায়, অর্ধেন্দু শেখর, কার্ত্তিক চন্দ্র সরকার, মিকাইল হোসেন, নব কুমার হালদার, বিষ্ণু সরকার, গাজী মুজাহিদুল ইসলাম, চন্দন কুমার রায়, শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ফকির, সুস্মিতা রায়, দিপালী খাতুন, মাহমুদা খাতুন, বিথিকা রায়, অনুপা রায়, মিতালী রায়, বিশ^জিৎ গাইন, মুস্তাফিজ, পিন্টু রায়, প্রীতিশ মন্ডল, চিন্ময় সরকার, জি,এম আশরাফ হোসেন, মলয় রায় প্রমুখ।
দাকোপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
Leave a comment