দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলা-২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এ মেলার আয়োজন করেন।
শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী’র (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আ‘লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা, এ্যাডঃ জি.এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, মানস রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সম্পাদক জি.এম রেজা। এসময়ে বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাগর সেন। মেলায় ৩২ স্টলে বিভিন্ন দেশীয় পিঠাসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হয়।
দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন
Leave a comment