
দাকোপ (খুলনা) সংবাদদাতা : খুলনার দাকোপে কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় লোক নিয়োগকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময়ে সন্ত্রাসীরা শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ আসবার পত্র ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। গত ১৪ জুন সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় গতকাল রবিবার রাতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামলার নেতৃত্বে থাকা এক ইউপি চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আয়া, অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে জনবল নিয়োগে নিয়োগ বোর্ডের দিন ধার্য ছিলো। কিন্তু পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত নিয়োগ বোর্ডের নিয়োগ কার্যক্রম বন্ধ করার জন্য কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডলের নেতৃত্বে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে দা, লাঠি, লোহার রড, হাতুড়ী ইত্যাদি নিয়ে বিদ্যলয়ের অফিস কক্ষে জবরানে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে চুলের মুঠি ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেরী কয়ালকে পিঠে, চড়, কিল, ঘূষি ফেলে দিয়ে তার শ্লীলতাহানি ঘটায়। এমনকি লোহার রড দিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে সজোরে বাড়ি মারিলে সে বাম হাত দিয়ে ঠেকালে বাড়ি তার বাম হাতের তালুতে লাগিয়া বেদনাযুক্ত ফুলা আঘাত ঘটে। তাকে গলা টিপে ধরেও হত্যার চেষ্টা চালায়। কিন্তু ধ্বস্তা ধ্বস্তির ফলে সে প্রাণে রক্ষা পায়। এসময়ে তার ডাক চিৎকারে তার গার্ডসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদের এবং নিয়োগ বোর্ডে উপস্থিত জেলা প্রশাসকের প্রতিনিধি, ডি.জি প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য সচীবকে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালাগালিসহ জীবন নাশের হুমকি ধামকি দেয়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এঘটনায় রবিবার রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেরী কয়াল বাদি হয়ে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল (৪৮) প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এবিষয়ে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল জানান, আমার নামে যে মামলা হয়েছে তা ভীত্তিহীন, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। নিয়োগ কমিটি, শিক্ষক ও অভিভাবকরা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানে না। তা ছাড়া আমি তো ওখানে যায়নি। পুলিশ আসলে তারপর গিয়েছি।
এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় লোক নিয়োগকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।