
দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে কোটা সংস্কারের নামে রাষ্ট্রদ্রোহিতার প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ সমাবেশ ও স্মারকলিপি দেয়া হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র গোলদার, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়। মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক পল্লব বিশ^াস, সোহাগ আহমেদ, অরুপ সরকার, আসলাম সরদার, নিবীতা রায় প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।