দাকোপ (খুলনা) সংবাদদাতাঃ খুলনার দাকোপে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের বটবুনিয়া ও কামিনীবাসিয়া এলাকায় ভেঙে যাওয়া ওয়াপদা বেড়িবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এসময় তিনি ক্ষতিগ্রস্তদের আসস্ত করে বলেন, বর্ষা মৌসুমের আগেই টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মান করা হবে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিতি ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনি, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আবদুল হক, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী সহ আরো অনেকে।
দাকোপে রেমালে বিধস্স্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদ সচিব

Leave a comment