দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। নিজ সম্পত্তি শান্তিপূর্ন ভোগ দখলে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল রবিবার বেলা ২টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার তেতুলতলা কামিনীবাসিয়া এলাকার মৃত গোপাল সরদারের ছেলে অজিত সরদার লিখিত বক্তৃতায় বলেন, চক বটবুনিয়া মৌজায় বিআরএস ৩৪ খতিয়ানে ১৩০৯ ও ১৩১৪ দাগে ৩.৩০ একর জমির মধ্যে ২.১৭ একর এবং বিআরএস ৫০৪ খতিয়ানে ১.৩৮ একর সর্ব মোট ৩.৫৫ একর জমি আমিসহ আমার অপর ৪ শরিক দীর্ঘকাল বৈধভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে একই এলাকার জয়ন্তী রানী সরদার দলীয় ক্ষমতার অপব্যবহার করে উক্ত সম্পত্তির মধ্যে ৫০ শতক জমি অবৈধভাবে ভোগদখলের চেষ্টা করে আসছে। আমার শরিকদের জয়ন্তী হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। একই মৌজায় তার জমি বিআরএস ৮৩৬ খতিয়ানে ১৩৮০ দাগে। কিন্তু সে ক্ষমতার দাপটে আমাদের বিআরএস ৩৪ ও ৫০৪ খতিয়ানের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। সে বিগত ৪/৫ বছর পুকুর খনন করিয়া আমাদের সম্পত্তি জবর দখল কায়েম করেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে কামিনিবাসীয়া পুলিশ ক্যাম্পে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে জয়ন্তী রানী বলেন আমি ২০০৫ সালে ওই সম্পত্তি ক্রয় করে সেই হতে ভোগ দখলে আছি। আর আমি যাদের কাছ থেকে কিনেছি তারা আরো ২৩ বছর ওই সম্পত্তি ভোগ দখল করেছে। কামিনিবাসিয়া পুলিশ ক্যাম্পের এস আই হাসানুজ্জামানের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি বিষয়টি সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ না, বরং সীমানা সংক্রান্ত বিরোধ। উভয়পক্ষ সম্মত হলে মাপ দিয়ে সমস্যা সমাধান সম্ভব। কিন্তু তারা একমত হচ্ছেনা বিধায় নিরসন হয়নি। এ সময়ে তার শরিক রাম কৃষ্ণ সরদার ও ইন্দ্রোজিত সরদার উপস্থিত ছিলেন।
দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Leave a comment