জন্মভূমি ডেস্ক : ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। ঘরবাড়ি-অবকাঠামো পুড়ে এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে। দাবানলে প্রাণহানি বেড়েছে ১০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, অনেকগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো নিরাপদ ছিল না। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে। গত মঙ্গলবার থেকে আগুনের সূত্রপাত হয় লস অ্যাঞ্জেলেস শহরে। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত শহরটির চারপাশে একাধিক দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে।
আগুনে জ্বালানি গ্যাসের প্রবাহ বন্ধ করতে শ্রমিকদেরকে রাস্তা ধ্বংস করতে দেখা গেছে।
এদিকে লস এঞ্জেলেস পুলিশ বলছে, তারা শহরের উডল্যান্ড হিলস এলাকায় আগুন জ্বালানোর চেষ্টা করার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুন প্রায় এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশ কারাবন্দিকে নামানো হয়েছে।
এদিকে দাবানলে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ায় অনেক এলাকায় লুটপাট শুরু হয়েছে। এসব ঘটনায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। মেয়র কারেন বেস লুটপাটকারীদের জন্য জিরো টলারেন্স নীতির বিষয়ে সতর্ক করে বলেছেন, লুটপাটকারীদের ছাড় দেওয়া হবে না।
লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ করে দেয়া হয়েছে। শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি বেড়ে ১০
Leave a comment