
জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামে সাংবাদিক মো: মনিরুল ইসলামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে চোরের দল ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার গাজিরহাট ইউনিয়নের কেটলা গ্রামের সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাড়িতে শুক্রবার গভীর রাতে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ট্রাংকের তালা ভেঙ্গে দু’ ভরি স্বর্ণালংকার, ২৮ হাজার ৫ শত টাকা নিয়ে পালিয়ে যায় । সকালে ঘরের জানালা ভাঙ্গা দেখে বাড়ির লোকজন টের পায়। ঘরে প্রবেশ করে দেখতে পায় চোরেরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়েছে। বিষয়টি মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম খবর পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।