দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে ২ লিটার দেশী চেলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় পুলিশের আভিযানিক টিম দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে লুৎফর গাজীর পুত্র মোঃ মুরাদ গাজী(৩৫) কে ২ লিটার দেশী চেলাই মদসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে বলেন, মুরাদ গাজীকে ২ লিটার দেশী চেলাই মদসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিঘলিয়ায় চেলাই মদসহ গ্রেফতার ১
Leave a comment