
জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়ায় চলতি অর্থবছরের টি আর প্রকল্পের কাজ নয় ছয় ভাবে সম্পন্ন করে অর্থ আত্মসাৎ এর চেষ্টা করেছেন যুবলীগ নেতা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আত্মসাৎকৃত ইট উদ্ধার হয়েছে।
জানা যায়, চলতি অর্থবছরে টি আর প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ৯নং ওয়ার্ডে হোগলার মোড় থেকে আবু সাঈদের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ৫২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাগজে কলমে কাজের পিআইসি মোশারফ হোসেনকে দেখানো হলেও কাজটি করছিলেন উপজেলা যুবলীগ নেতা। সোলিং রাস্তার সংস্কারের নামে রাস্তাটির দু সাইড থেকে এক ফুট করে চাপিয়ে ইটের সোলিং না বিছিয়ে কয়েকটি স্থানে শুধুমাত্র ধুলাবালি দিয়ে নয়-ছয় ভাবে সম্পন্ন করে রাস্তার প্রায় সাড়ে তিন শত ইট নিয়ে যায় কাজের সাথে সংশ্লিষ্টরা। এর ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলামের দুর্নীতির খবর উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে কাজের অনিয়মের বিষয় সত্যতা পেয়েছেন বলে জানান।
এ বিষয় উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন জানান, প্রকল্পের কাজ সম্পন্ন না করে ইট আত্মসাৎ করা হয়েছে। কাজের পিআইসির কাছে এ বিষয়ে জানতে চাইলে শেখ মনিরুল ইসলাম উপজেলায় আত্মসাৎ কৃত ইট পাঠিয়ে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, টি আর প্রকল্পের কাজের অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কাজের সাথে সংশ্লিষ্টদের সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে কাজের বিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোন ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।