দিঘলিয়া প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের সফল সমাপ্তি হলো। অডিটর (এজিবি) পদে সরকারি চাকুরী পান কিন্তু তার পিতার ইচ্ছায় শিক্ষকতার মহান পেশায় ১৯৮৭ সালের ২০ অক্টোবর খুলনা মহানগরের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বরপাশা কৃষ্ণমোহন হাইস্কুলে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৪ সালে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসাবে ১৭ বছর এবং প্রধান শিক্ষক হিসাবে ৫ বছর মোট ২২ বছর তিনি উক্ত প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত ছিলেন।
এরপর তিনি খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ০১/৭/২০০৯ খ্রি: তারিখ প্রধান শিক্ষক হিসাবে খান নজরুল ইসলাম স্থলাভিষিক্ত হন। তার দক্ষ নেতৃত্বে শিক্ষা, সহশিক্ষা কার্যক্রমে উপজেলা,জেলা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য বজায় রেখে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেন।
এসএসসি ফলাফলের ভিত্তিতে ১৯১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” নির্বাচিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” নির্বাচিত হয় ২০১৯ সালে এবং “উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” নির্বাচিত হয় ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার বিদ্যালয় ৪৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় এবং প্রতি বছরই শিক্ষার্থীরা জাতীয় খেলাধুলায় উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে।
আন্তর্জাতিক সানকো স্কাউটস জাম্বুরি-২০১৯ স্কাউটস দল “তৃতীয় স্থান” এবং আন্তর্জাতিক এশিয়া প্যাসেফিক স্কাউটস জাম্বুরি-২০২৩ এ স্কাউটস দল সেরা দশের “এওয়ার্ড অর্জন” করে। বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ “প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছে ০৫ জন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ হতে ২০২৩ পর্যন্ত স্কাউসের বিভিন্ন প্রতিয়োগিতায় উপজেলা, জেলা, অঞ্চল পর্যায়ে সম্পূর্ণ অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে।
তিনি খুলনা বিভাগের “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” এবং খুলনা জেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন জতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ সালে।
২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিবার উপজেলায় “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন।