# ওয়ার্ড ছাত্রলীগ নেতা যুবদল কমিটিতে
অভিজিৎ পাল
গত ২৮ অক্টোবর মহানগর যুবদলের অন্তর্গত ৩১টি ওয়ার্ডের ২৯টি কমিটির ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। দীর্ঘ ১৯ বছর পর দেওয়া হলো ওয়ার্ড কমিটি। তবে ওয়ার্ড কমিটি নিয়ে বিতর্কের কোন শেষ নেই। ছাত্রলীগ নেতাকে আনা হয়েছে যুবদলের কমিটিতে। কাঙ্খিত পদ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা ও দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ছেন নেতাকর্মীরা। মাদক মামলায় গ্রেফতার হওয়া ব্যাক্তিরাও এসেছেন দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে।
সদ্য ঘোষিত ২৮টি ওয়ার্ড কমিটি অনুসন্ধান করে পাওয়া তথ্য সমূহ তুলে ধরা হলো। ২৩নং ওয়ার্ড যুবদলের কমিটিতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো: সবুজ মোল্লাকে দেওয়া হয়েছে যুবদলের ৪নং সহ-সভাপতির পদ। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেনা। ৭নং ওয়ার্ড যুবদলের কমিটির সদস্য সংখ্যা ১১। যার ৬জনই পদত্যাগ করছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মাদক বিক্রেতাদের নাম আসায়। কমিটির উর্ধ্বতন সহ-সভাপতি মাইনুর ইসলাম সবুজ জানান, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন কমিটি ঘোষণার পরের দিন জেল থেকে বেরিয়েছেন। তিনি ফেন্সিডিল মামলায় গ্রেফতার হয়ে জেলে ছিলেন। সভাপতি সোহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারের বিরুদ্ধেও রয়েছে মাদকের অভিযোগ।
সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের বাড়ির সামনে অস্ত্র উদ্ধার মামলার আসামি আসাদুজ্জামান মিঠু হয়েছেন ২১নং ওয়ার্ড যুবদলের ১নং সদস্য। ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজু শিকদারের ভাই রাজু শিকদার হয়েছেন ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক। র্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার হওয়া আসামি মো: পারভেজ হয়েছেন ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক। সহ-সভাপতি মো: মানিক হাওলাদার, মো: মাহফুজুল হকের বিরুদ্ধেও রয়েছে মাদক মামলার অভিযোগ। ২৭নং ওয়ার্ড যুবদলের আহŸায়ক হানিফের বিরুদ্ধে দীর্ঘ দিন মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে যুবদলের রাজনীতি থেকে বিদায় নিয়েছেন ১৫নং ওয়ার্ড যুবদলের সহ-সম্পাদক সুমন খান।
সদ্য ঘোষিত যুবদলের ওয়ার্ড কমিটিতে মাদক মামলার আসামি, অস্ত্র মামলার আসামিসহ নানা বিতর্কিত নাম আসার ব্যাপারে নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সাথে যোগাযোগ করা হলে তারা দু’জনই লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সভাপতি মাহাবুব হাসান পিয়ারু বলেছেন, অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দুধ দিয়ে গোসল করে যুবদল ও স্বেচ্ছাসেবকদল নেতার পদত্যাগ
Leave a comment