মোরেলগঞ্জ প্রতিনিধি
গ্রুপিং কোন্দল ও একক বলয়ে বিভক্ত হয়ে পড়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেক নেতাকর্মী। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনেও ব্যার্থতার পরিচয় দিচ্ছে মোড়লগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। উপজেলা ও পৌর কমিটি বহাল থাকলেও মানছেনা কোন নির্দেশনা। সবাই কাজ করছে কয়েকজন নেতার অনুসারি হয়ে। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাথে সমন্বয় নেই বর্তমান উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সম্পাদকের।
নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন এই উপজেলা নিয়ন্ত্রণ করে। সকলেই এই আসনে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চান। কিন্তু দেখা মিলছেনা কেন্দ্র বা জেলা ঘোষিত বিএনপির কোন কর্মসূচিতে।
উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিতে সভাপতি-সম্পাদক পদ নিতে উঠে-পড়ে লেগেছে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম। উপজেলার গুরুত্বপূর্ণ চারটি পদেই চারজন শিক্ষকের নামের তালিকা জমা দিয়েছেন।
দুর্দিনে মোরেলগঞ্জ বিএনপি
Leave a comment