জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেকোন বৈশ্বিক দুর্যোগে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থেকেছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ বছরেও সরকারের পাশাপাশি দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধুর কর্মী থাকে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণের ভাগ্য উন্নয়ন তথা বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও দপ্তর সম্পদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর যুব মহিলা লীগ নেত্রী আইরিন চৌধুরী নিপার সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী চিশতী মুসতারী বানু, নাজনীন চৌধুরী বিউটি, দীপ্তি বিশ্বাস, আফরোজা রোজী, লিনা পান্ডে, তারানা তাবাসুম শোভা, রেহানা মোর্তজা, উম্মুর রেদা, শারমিন ইসলাম মিথিলা, নাজমা মুন্নি, রেশমা বেগম, শিরিন পারভিন, লোপা, মনি, ব্লুরানি, মৌসুমী ঝর্ণা, পিয়া, মিরা প্রমুখ।