ঢাকা অফিস : নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘আগের কমিশনের দেড় লাখ ইভিএমের যাচাই চলছে। যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।’ রোববার দুপুরে চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব ও কর্তব্য। প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না।’ তিনি বলেন, ‘আগের কমিশন দেড় লাখ ইভিএম কিনেছিল। এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। এই ইভিএমগুলোর মধ্যে কিছু অকেজো রয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি, যাচাই শেষে এসব ইভিএম পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।’ নির্বাচন কমিশনার আরো বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার কমিশন তাই করবে। এরপর কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই।’ এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।