দেবহাটা প্রতিনিধি : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অব্যহত গণসংযোগ করেছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। শনিবার সকাল থেকে উপজেলার সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার, সখিপুর মোড়, ধোপাডাঙ্গা মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে কবির হোসেন, মোস্তাফিজুর রহমান কাজল, কামরুজ্জামান লাল্টু, মোহন প্রমুখ উপস্থিত ছিলেন। মনিরুজ্জামান মনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।
অপরদিকে অব্যহতভাবে গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। শনিবার সকাল থেকে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে নানা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন আল ফেরদাউস আলফা।