দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ধানের বীজ বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা সীমান্ত কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদ, আফজাল হোসেন, ইউনুস আলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীরা। উল্লেখ্য যে, উপজেলার ১৭শ’ কৃষককে ২ কেজি হারে এ ধানের বীজ প্রদান করা হবে।