
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) এ উপলক্ষে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
আলোচনা সভা শেষে জাঁকজমকপূর্ন পরিবেশে কেঁক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক আহŸায়ক আজিজুল হক, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, ব্যবসায়ী ও সমাজসেবক মজনুর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।