দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সরকারি বিবিএমপি মেমোরিয়াল পাবলিক ইন্সটিটিউশনের সাবেক ইংরেজি শিক্ষক বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ ঘোষ পরলোক গমন করেছেন। শুক্রবার সকালে উপজেলার কোঁড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ ঘোষের বাড়িতে গার্ডঅব অনার প্রদান করা হয়। দেবহাটা থানার একটি চৌকশ পুলিশের টিম গার্ডঅব অনার ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপসিস্থত ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহদাত নফর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।