সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা দেবহাটায় ইট বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার সাত বছর বয়সে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দেবিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে পায়ে হেঁটে দেবিশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় বাসা থেকে বের হয়েছিল শিশু মিম। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই দ্রুতগামী ইট বোঝায় একটি ট্কেরলি তাকে চাপা দেয়। এসময় তার পেটে মাথা সহ মুখমন্ডল পৃষ্ট হয়ে ঘঠনের স্থলে শিশুটির মৃত্যু হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেছে। ওসি জানান ট্রলি চালকের তার গ্রেফতারের চেষ্টা চলছে।