দেবহাটা প্রতিনিধি:
সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপির সহধর্মীনী ইলা হকের ২য় মৃত্যু বার্ষিকীতে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীরহাটস্থ নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত্ব মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইমান আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবিলার রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুর রহমান রব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা আলিম হোসেন পলাশ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সুমন, সাব্বির হোসেন, নুরউদ্দীন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন গাজীরহাট বাজার শাহী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সবুর। এসময় প্রায়ত ইলা হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।