পাইকগাছা অফিস : পাইকগাছার দেলুটির বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে যশোর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কালীনগর, ফুলবাড়ী সহ ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়। মিশনের পক্ষ থেকে বিতরণ করেন যশোর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জি মহারাজ, সহ-সম্পাদক স্বামী আত্মাভিবানন্দ জি মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, পার্থপ্রতীম বাছাড়, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, ফুলবাড়ী বাজার কমিটির সভাপতি চিন্ময় রায়, ইন্দ্রজিৎ কুমার দাশ, সাগর দত্ত জয়, রোভার স্কাউটস ইকরামুল, উর্মি, সুমাইয়া, তরিকুল, মাসুদ, আসিফ, পাবেল, প্রেমা, ত্রিপর্ণা, পূজা, পম্পা, বিমান, প্রনব ও সজল। মিশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ৫শ পরিবারের মাঝে ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি চিড়া, স্যালাইন ও শাড়ী বিতরণ করা হয়।