যশোর অফিস: যশোরের নওয়াপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, রফিকুল ইসলাম সরদার প্রমুখ। পরিচালনা করেন নওয়াপাড়া পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। এদিন প্রায় দুই হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।