জন্মভূমি রিপোর্ট
ঝালকাঠি জেলার সদর থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামি মো: সালাম আকন ওয়াসিম (২২) নগরীর খুলনা সদর থানাধীন ময়লাপোতা মোড় এলাকা হতে গ্রেফতার হয়েছে। অপহৃত নাবালিকা ভিকটিমও একই স্থান হতে উদ্ধার হয়েছে। র্যাব-৬ এর একটি টিম শনিবার রাতে এ উদ্ধার-গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গত ২০২১ সালের ২৩ ডিসেম্বর ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের একটি কলেজের সামনে হতে ওয়াসিম ওই নাবালিকাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে। ভুক্তভোগীর বাবা এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। র্যাব সদস্যরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন। তাদেরকে ঝালকাটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরীতে অপহরণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার
Leave a comment