জন্মভূমি রিপোর্ট
নগরীতে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাইÐ গুলির খোসাসহ গ্রেফতার হওয়া মো: নাহিদ হাসান সরদার (২৪) কে আদালত কারাগারে পাঠিয়েছেন। গত শুক্রবার রাতে খুলনা সদর থানা পুলিশের একটি টিম তাকে নগরীর পশ্চিম টুটপাড়া মওলার বাড়ি মোড় এলাকা হতে গ্রেফতার করেছিল। সে আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে।
অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার আসামি নাহিদ পশ্চিম টুটপাড়ার ২৪ নূর মসজিদ রোডের বাসিন্দা জনৈক মো: আমজাদ সরদারের ছেলে। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এরপর তার অপরাধ স্বীকার করে দেয়া জবানবন্দী আদালত ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক রেকর্ড করেন। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আল আমীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এবং থানা পুলিশের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক সুজিত মিস্ত্রি বলেন, আসামি নাহিদ কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী নূর আজিমের সহযোগী। আজিমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।
নগরীতে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিনসহ গ্রেফতার আসামির জবানবন্দী
Leave a comment