জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৭শ’ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন গ্রেফতার হয়েছে। সোমবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ডুমুরিয়া উপজেলার পূর্ব জিলেরডাঙ্গা গ্রামের রফিকুল গাজী (৩৬), খালিশপুর থানার মুজগুন্নি এলাকার রাজ্জাক তালুকদার, দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকার মোঃ আল আমিন হাওলাদার (৩২) এবং একই থানাধীন পাবলা পরামানিক পাড়া এলাকার মোঃ শামিম হোসেন (২৫) নামে চার জন গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
নগরীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

Leave a comment