জন্মভূমি রিপোর্ট
খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১শ’ ৫০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় শহরে বিভিন্ন স্থান হতে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। আসামিরা হচ্ছে, পাইকগাছা উপজেলার নিজের ঢালী গ্রামের রবিউল ইসলাম (৪২), খুলনা সদর থানাধীন মুড়িপট্টি এলাকার চান্দু মিস্ত্রী (৩৯), খালিশপুর থানাধীন বিঅইডিসি রোডের বাসিন্দা মোঃ মিলন সরদার (৩৫), সোনাডাঙ্গা মডেল থানাধীন হাজী ফয়েজ উদ্দীন ক্রস রোডস্থ আজিজের মোড়ের খন্দকার আশিকুজ্জামান ওরফে ইমন (২৬) এবং যশোরের চৌগাছা উপজেলার কদমতলা গ্রামের মোঃ মিলন মন্ডল (২৮)। কেএমপি’র এক ই মেইল বার্তা থেকে এ তথ্য জানা গেছে।