জন্মভূমি রিপোর্ট
খুলনা পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় রবিবার বিকাল সাড়ে চারটায় খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর মোড়ে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে দুইটি বাস ও দুইটি ট্রাককে জরিমানা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ দুইটি বাস ও দুইটি ট্রাকের ড্রাইভারকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
খুলনা পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আবু সাঈদ বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারূফ বিল্লাহ ও জেলা আনসার সদস্যবৃন্দ। এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।