জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউমার্কেট এলাকার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পৃথক-পৃথক অপরাধে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষের মঙ্গলবার দুপুরের অভিযানে তারা দণ্ডিত হয়েছেন।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের একটি সূত্র জানান, প্রিয়া ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দোকান মালিক বনমালী সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই এলাকার শান্তি ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার প্রমাণ মেলে। দোষী ওষুধ ব্যবসায়ী আনন্দ পালকে চার হাজার টাকা জরিমানা করা হয়। সেখানকার কেক ওয়ার্ড নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ব্যবসায়ী মোঃ সোহেলকে দু’ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে দোষী ব্যক্তিরা দণ্ডিত হয়েছেন। তারা জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন।
নিউমার্কেট এলাকার পাশাপাশি সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকান ও হোটেল রেস্তরায় কর্তৃপক্ষ বেলা সাড়ে ১১ টা থেকে তদারকি শুরু করেন। দুপুর দুইটা পর্যন্ত অভিযান চলে। তখন ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শণ, কেনা-বঁচার ভাউচার সংরক্ষন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম দৈনিক জন্মভূমিকে বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের উল্লেখযোগ্য পরিমাণ পণ্য জব্দ করা হয়। যা ঘটনাস্থলেই অঅগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব খুলনার সদস্য জেড.এন সুমন উপস্থিত ছিলেন। থানা পুলিশের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।
নগরীতে তিন অসাধু ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা
Leave a comment