
জন্মভূমি রিপোর্ট : সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরনির আই হসপিটাল সংলগ্ন সড়ক হতে শুক্রবার সন্ধ্যায় দুই জন ছিনতাইকারী জনগনের কাছে আটক হয়। খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ ওই দুই জনকে গ্রেফতার করেছে। ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। তবে, আরেকজন দস্যু মোবাইলটি নিয়ে অকুস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, মোঃ তারেকুজ্জামান নামে এক ব্যক্তি শিববাড়ী মোড় হতে ইজিবাইকে সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাওয়ার পথে মোবাইলে কথা বলছিলেন। ইজিবাইকটি মজিদ স্মরনীর একটি হোটেলের সামনে পৌছালে মোটর সাইকেল আরোহী তিন জনের একজন তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর ভিকটিমসহ কয়েকজন দুইটি মোটর সাইকেল যোগে তাদের ধাওয়া করে এবং মজিদ স্মরনির বাংলাদেশ আই হসপিটাল সংলগ্ন সড়কে যেয়ে আকাশ হাওলাদার (২১) এবং আমিন খান ওরফে শামিম (২৫) নামে দুই জনকে পাকড়াও করে। রানা (২৩) নামে আরেকজন মোবাইলটি নিয়ে কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতার হওয়া দুই আসামি আকাশ এবং শামিমকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমীন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিরুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, পলাতক আসামিকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।