জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা হতে এক কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ মফিজুর রহমান (৫৫) নামে একজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। যদিও ঘটনাস্থল থেকে একজন পালাতে সক্ষম হয়েছে। এ ঘটনায় দ্ইু জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামি মফিজুর যশোর জেলার ঝিকরগাছা থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। সে যশোরের সিমান্ত এলাকা ঝিকরগাছা থেকে মাদকের চালান খুলনায় এনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার দৈনিক জন্মভূমিকে এ কথা বলেন।
থানার ইন্সপেক্টর (তদন্ত) টিপু সুলতান বলেন, বাস থেকে নেমে দুই জন যাত্রী তড়িঘড়ি করে চলে যাচ্ছিলেন। সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ তাদের থামতে বলে। তখন পালানোর চেষ্টাকালে মফিজুর নামে একজন গাঁজাসহ গ্রেফতার হয়। তবে তার সহযোগী একজন পালিয়ে যায়। গ্রেফতার হওয়া আসামি তার নাম-ঠিকানা বলেছে। যা যাচাই-বাছাই করে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নগরীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Leave a comment