বিজ্ঞপ্তি
নগরীতে প্রান্তিক ও সাধারণ মানুষের নিরাপদ পানির ১০ দফা দাবিতে শুভশক্তি, সুসমাজ ও সিএসও নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। কারিতাসের সেমিনার কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নগরীর বস্তি এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর খাবার পানির তীব্র সংকট। বিশেষ করে শুস্ক মৌসুমে প্রান্তিক মানুষের পানির কষ্ট চলছে ৮-১০ বছর ধরে। প্রতি বছরই আমাদের পানির কষ্ট বাড়ছে। মানুষের পানির কষ্ট কমাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে খুলনা ওয়াসা। প্রকল্পের মাধ্যমে মধুমতি নদী থেকে পানি এনে তা পরিশোধিত করে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বস্তি এলাকায় বসবাসরত নি¤œ আয়ের পরিবারগুলো ওয়াসার পানি সংযোগ থেকে বঞ্চিত। পাশাপাশি নগরের বিভিন্ন বস্তি এলাকার গভীর নলকূপে পর্যাপ্ত পানি উঠছে না। এতে চরম বিপাকে পড়ছে নি¤œ ও মধ্যবিত্তরা। পানি অব্যবস্থাপনার কারণে সাধারন মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্থ হচ্ছে, তারা রোগ-শোকে ভুগছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে, মানসিকতায় সমস্যা হচ্ছে, অতিরিক্ত সময়, শ্রম ও কাজের ক্ষতি হচ্ছে এবং হচ্ছে অবহেলিত।
সম্মেলনে দাবিকৃত ১০ দফা হলো, বস্তি এলাকায় ঘরে ঘরে পানির সংযোগ দিতে হবে, বস্তি এলাকায় পর্যাপ্ত কমিউনিটি ট্যাপ স্থাপন এবং চাহিদা অনুসারে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, বস্তি এলাকায় অচল টিউবওয়েলগুলো সচল করে, প্রান্তিক পরিবারের পানি চাহিদা পূরণ করতে হবে, সংকটকালীন সময়ে বস্তি এলাকায় পানি বিতরণ কর্মসূচি চালু করতে হবে, পানির এটিএম বুথ স্থাপন প্রকল্প চাই, কার্ড সিস্টেমে মানসম্মত পানি চাই, প্রান্তিক পরিবারের জন্য পানির সংযোগ ও সার্ভিস চার্জ সহনীয় করতে হবে, ওয়ার্ড পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটি তৈরি ও মনিটরিং জোরদার করতে হবে, খুলনা সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্থায়ী কমিটিতে প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও পুরুষ প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, নিয়মিত পানি পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও পানির সংযোগ প্রক্রিয়া সহজ চাই, আত্ম:কর্তৃপক্ষের সমন্বয় চাই।
নগরীতে প্রান্তিক ও সাধারণ মানুষের নিরাপদ পানির ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
Leave a comment