জন্মভূমি রিপোর্ট
নগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল মল্লিকপাড়া রোডের একটি বাড়ি থেকে নগদ ১১ হাজার ৮শ’ টাকাসহ চার জুয়াড়ী গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার রাতে এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, খালিশপুর থানাধীন বড় বয়রা বাউন্ডারি রোডের মোঃ কামাল হোসেন (৩৫), সোনাডাঙ্গা থানাধীন বড় বয়রা হাফিজ উদ্দীন রোডের আবু হানিফ ওরফে জুয়েল (৩৪), বড় বয়রা ইসলামিয়া রোডের আবু সায়েম (৩৬) এবং বড় বয়রা আন্দিরঘাট এলাকার বাসিন্দা মোঃ কামরুল সরদার (৩৮)। কেএমপি’র এক ই মেইল বার্তা থেকে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি টিম মল্লিক বাড়ি রোডর বাসিন্দা জনৈক আবুল বাশার মল্লিকের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তখন পাঁচ সেট তাস ও নগদ প্রায় ১২ হাজার টাকা জব্দ হয়।
আদালতের এক কর্মকর্তা বলেন, সোমবার দুপুরে ওই চার জনকে পুলিশ আদালতে সোপর্দ করে। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তদের জামিনে মুক্তি দিয়েছেন।