জন্মভূমি রিপোর্ট
খুলনা উদ্বোধন হলো ফারজানা’স মেকওভার স্টুডিও। সোমবার সন্ধ্যা সাতটায় মহানগরীর নিউমার্কেটে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয়।
ফারজানা’স মেকওভার স্টুডিওর পরিচালক ফারজানা হোসাইনের পরিচালনায় অতিথি ছিলেন, গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাকেরা বানু, চিশতি মুস্তারি বানু, কানিজ সুলতানা,সিমা খান, লিন্ডা ফাতিমা তুজ্জোহরা,গুলশান আরা জুই, আন্জুমান আরা মুন্নি, তাবাস্সুম তারানা শোভা, নুসরাত জাহান রুপা প্রমুখ।
পার্লারের সত্বাধীকারী ফারজানা হোসাইন বলেন, ফারজানা’স মেকওভার স্টুডিও বাণিজ্য নয় সেবায় এগিয়ে থাকবে। এ ক্ষেত্রে সকার সহযোগিতা পাবো বলে আশা করি।