জন্মভূমি রিপোর্ট
বিএনপি’র খালিশপুর থানার ৭ নং ওয়ার্ড কমিটির আহবায়ক রিয়াজ শাহেদ (৪০) এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ম্যানেজার রফিকুল ইসলাম (২৮) কে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় দু’দিন পর মামলা দায়ের হয়েছে। আহত রফিকুল গতবুধবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারে নি।
গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দৌলতপুরের সরকারি বিএল কলেজের ২নং গেট এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ রিয়াজ এবং রফিকুলও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। হামলাকারীদের ব্যাকআপ দিচ্ছিল সাদা রঙের একটি প্রাইভেটকারে অবস্থানরত কয়েকজন সন্ত্রাসী। রক্তাক্ত জখম হওয়া দু’জনকে আশপাশের লোকজন ও পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রিয়াজ সাহেদ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
সূত্রমতে, কেন ওই দুই জনকে হত্যার চেষ্টা করা হলো? পূর্ব শত্রæতার জের ধরে, নাকি রাজনৈতিক কিংবা ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেনের জনিত বিরোধে এ অঘটন ঘটেছে? এজাহারে অভিযোগকারী এসব ব্যাপারে কোনো কারণ উল্লেখ করেন নি। ঘটনাস্থল থেকে চার রাউÐ পিস্তলের গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আহত রিয়াজ খালিশপুরের কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি বিএল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি ইট-বালুর ব্যবসা শুরু করেন। আহত রফিকুল তার প্রতিষ্ঠানে চাকরি করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম দৈনিক জন্মভ‚মিকে বলেন, গুলি করে হত্যা চেষ্টা ঘটনার মোটিভ জানার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের ব্যবহৃত মোটর সাইকেল এবং তাদের সহযোগিতায় থাকা প্রাইভেট কারটিকে শনাক্তের চেষ্টার পাশাপাশি আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।
নগরীতে বিএনপি নেতাসহ দু’জনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নেই
Leave a comment