জন্মভূমি রিপোর্ট : অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবীতে বিকেল ৪ টায় মানববন্ধন করেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া শেখ সভাপতি বিভাগীয় কমিটি, গাজী মাকছুদুর রহমান, সভাপিত জেলা কমিটি, আবু সাইদ সেতু, সাধারন সম্পাদক জেলা কমিটি প্রমুখ।
কর্মসূচিতে জেলা সভাপতি জনাব গাজী মাকছুদুর রহমান বলেন, সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ সুডিসিয়াল সার্বিক বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগনের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বত্বন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
আরো বলেন, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস, সিভিল রুলস এন্ড অর্ডারস এর আলোকে বিচারকের নির্দেশনা মোতাবেক অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণ বিচার কাজে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে থাকেন। বিচারক ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ, বদলী ও পদোন্নতি দিয়ে থাকেন আইন মন্ত্রণালয় এবং অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি প্রদান করে থাকেন জেলা জজ। সহায়ক কর্মচারীদের আন্তজেলা বদলি করেন হাইকোর্ট বিভাগ।
২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর থেকেই বিচার বিভাগের একটা অংশ বৈষম্য ও বঞ্চনায় স্বীকার হ”েছ। অধস্তন আদালতের কর্মচারীরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ নিয়োগবিধি সংশোধনের দাবীতে সংগঠিত হয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে। বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পদোন্নতি সুবিধা খুবই সীমিত। অন্যান্য দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জন্য যেখানে ফিডারপদে ৫ থেকে ৭ বছরের চাকরি অভিজ্ঞতায় পদোন্নতির সুযোগ আছে সেখানে অধস্তন আদালতের কর্মচারীদেরকে উক্ত পদের জন্য ২০/২২ বছর অপেক্ষা করতে হয়। অনেক কর্মচারীকে পদোন্নতি ছাড়াই একই পদে থেকে চাকরি থেকে অবসর নিতে হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশ ক্রমে বিচার বিভাগকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করার প্রেক্ষিতে আইন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। উক্ত সংস্কার কমিটির মাধ্যমে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন উপরোক্ত দাবী পেশ করেছে। এবং দ্রুত সময় দাবী আদায় না হলে বিভিন্ন কর্মসূচি ঘোষনার করার অঙ্গিকার করছে তারা।
নগরীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন
Leave a comment