জন্মভূমি রিপোর্ট : নগরীতে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার প্রাইড সেন্টার খুলনা এলাকার বিভিন্ন রিটেইল শোরুমের ম্যানেজার ও মালিক পক্ষের উপস্থিতিতে ৪র্থ বারের মতো এমপ্লয়ার মিট-আপের আয়োজন করা হয়। প্রাইড খুলনা সেন্টারের সেন্টার লিড শিলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার মোঃ আখতার হোসেন এবং জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় ব্যানার্জী।
অতিথি ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্র্যাক লার্নিং সেন্টার খুলনার অপারেশন ম্যানেজার ফজলে রাব্বী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্পের এমপ্লয়মেন্ট অফিসার আবুল কালাম আজাদ, মোঃ বারিকুল ইসলাম, ট্রেইনার মোঃ আসাদুজ্জামান, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন, মেহেদী হাসান এবং এ্যাসিট্যান্ট লজিস্টিক অফিসার মোঃ নয়ন মাহমুদ।
অনুষ্ঠানে বিভিন্ন সুপার শপ, শো-রুম, শপের মালিক ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দসহ সকলেই নারীর ক্ষমতায়ন ও সকলের অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সুরক্ষিত থাকতে সরকারি টোল ফ্রি নম্বর গুলো অর্থাৎ ৯৯৯, ৩৩৩, ১০৯ এর গুরুত্ব অনুধাবন করেন এবং সবাইকে কাজের সমান সুযোগ দেয়া উচিত বলেও তারা মনে করেন।
উল্লেখ্য যে, প্রাইড প্রজেক্টের আওতায় নগরীর ময়লাপোতায় সাথী কমপ্লেক্সের তৃতীয় তলায় রিটেইল সেলসের উপর ক্লাসরুম ভিত্তিক ও ওয়ার্কপ্লেস ভিত্তিক ৩৬০ ঘন্টার ট্রেনিং প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েট লার্নারদের চাকরির সুব্যবস্থা করা হয়।