
বিজ্ঞপ্তি
নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মঙ্গলবার সকাল দশটায় এ অভিযান পরিচালিত হয়। মহানগরীর দৌলতপুরে বাজারে অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রয় ও ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায়
শরীফ এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা, ইমন স্টোরকে পাঁচ হাজার, সবুজ স্টোরকে পনের হাজার, ডি কে এন্টারপ্রাইজকে চল্লিশ হাজারসহ সর্বমোট সত্তর হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদেও ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন দৌলতপুর থানা পুলিশ, খুলনা।