মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান ২শ’ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ’ গ্রাম গাঁজা ও ৪৪ লিটার দেশি তৈরি চোলাই মদসহ ১২ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে রাজু সাহানী ওরফে লসমী (৫৯), মোঃ মহ্ইামিন ইসলাম শিশির (১৯), মোঃ আলামিন শেখ (৩৮), মোঃ সাহাবুল সর্দার (৩৬), মোঃ হাসিবুর রহমান (৩৩), মোঃ সাইদুর রহমান সুমন (৪৩), আখি আক্তার (২৩), সাহেব আলী হাওলাদার ওরফে মনা (৩০), শেখ সুমন ফেরদৌস সবুজ (৪৮), আজাদ শেখ (৪৮) এবং মোঃ জয়নাল আবেদীন লিমন হাওলাদার (২৩) নামে ১২ জন মদ, গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।