জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার বৈকালী বাজারের পিছনে ফকির বাড়ি লেনের মৃত: লতিফ হাওলাদারের পুত্র মোঃ আলামিন হাওলাদার(৫৫), একই থানার পিপলস ৫তলা ব্যাচেলর কোয়ার্টারের ৭২ নং বাসার মোঃ হারুনুর রশিদের পুত্র মোঃ রাসেল শিকদার(২৫) এবং দৌলতপুর থানার মহেশ্বরপাশা বনিকপাড়ার শিকারীর মোড় এলাকার মৃত আলী গাজীর পুত্র মোঃ মাসুদ রানা(৪২)।
কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবাআলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।