জন্মভূমি রিপোর্ট : নগরীর পৃথক-পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ খালিশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার তিন জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা আদালতের দেয়া দণ্ডাদেশ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। রোববার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টার মধ্যকার অভিযানে তারা গ্রেফতার হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, খালিশপুরের পিপলস গোল চত্বর এলাকা হতে হুমাউন বিশ^াস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে নয় মাস কারাদণ্ড ও ৬শ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। নয়াবাটি এলাকা হতে এক বছর ২ মাস কারাদণ্ড এবং ৬শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে দু’ সপ্তাহ কারাবাসের সাজাপ্রাপ্ত আসামি বাবু ওরফে পয়েন্ট বাবু গ্রেফতার হয়েছে। আড়ংঘাটা থানার রংপুর এলাকা থেকে আরেক সাজাপ্রাপ্ত আসামি মোঃ ফরহাদ হাওলাদার গ্রেফতার হয়েছে। তাৎক্ষনিকভাবে তার সাজার মেয়াদ সম্পর্কে জানা সম্ভব হয়নি।
নগরীতে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

Leave a comment