বিজ্ঞপ্তি : খুলনা শহরের বিভিন্ন স্থানে ওভার ব্রীজ স্থাপনের দাবিতে বৃহত্তর আমরা খুলনা বাসীর সোনাডাঙ্গা থানা শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং নাজমুল তারেক তুষারের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, খুলনায় এখন প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এক দিকে দ্রুত জনসংখা বৃদ্ধির সাথে সাথে, অন্য দিকে পাল্লা দিয়ে রিক্সা, অটো রিক্সা, ইঞ্জিনচালিত গাড়ি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়াতে প্রায় সময় শহরের বিভিন্ন স্হানে জ্যাম থাকে। আবার প্রচুর যানবাহন চলাচলের কারনে রাস্তা পারাপার অনেক সময় দুরহ হয়ে পড়ে। কখন ও কখন ও ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বয়স্ক ও স্কুল গামি ছেলে মেয়েদেরকে বিপাকে পড়তে হয়। কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রিদের দ্রুত সড়ক পারাপার, সাধারন পথচারিদের রাস্তা পারা পারে লক্ষে দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদে চলাচলের লক্ষে দ্রুতই খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে ওভার ব্রীজ স্থাপন জরুরী হয়ে পড়েছে। সভায় নগরীর এই সমস্যগুলো সমাধানে ওভার ব্রীজ স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভা ডা. মো. নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, প্রধান বক্তার বক্তিতা করেন এস এম মাহাবুবুুর খোকন, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো. সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, রোকনুজ্জামান বাবলু, মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো, আজমল হোসেন, মো. আবু বক্কার প্রমুখ।