হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে রনজিৎ নন্দী নামে কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ( ১ জুন) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে ভয়ে আতংকিত হয়ে তার ভাই দীপক নন্দী ( ৬০) ঘটনাস্থলে মৃত্যুবরন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা বোরহান শেখ বলেন শনিবার দুপুর ২ টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রনজিৎ নন্দীর ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। বসত ঘর ও ঘরের আসবাবপত্র কাপড় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সরিয়ে নিতে পারেনি মূল্যবান দলিল ও কোন মালামাল। এ দুর্ঘটনায় রনজিৎ এর অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের সবকিছু পুড়ে গেছে। একবেলা রান্না করে খাবার মত কোন ব্যবস্থা নেই। পরনের কাপড় ছাড়া কিছু নেই। দরিদ্র দিনমজুর পরিবারটি একেবারে শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ রনজিৎ নন্দীর ছেলে দেবাশীষ নন্দী জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৫ লাখ টাকার জিনিসপত্র ছিল। স্থানীয় বাসিন্দা জবা রানী বলেন, আগুন দেখে সবাই দৌড়ে আসে। গ্রামের সকল মানুষ এসে জল দিয়ে আগুন নেভায়। তবে ততক্ষণে ঘরেরে ভিতর থাকা সকল আসবাবপত্র, গহনা, নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ভয়ে আতংকিত হয়ে দেবাশীষ নন্দীর কাকা দীপক নন্দী ঘটনাস্থলে মারা যান।
সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন,ক্ষতিগ্রস্থ পরিবারটির খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।