হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখা আয়োজিত সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা সভায় বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। সকালে বিএনপি‘র জেলা কার্যালয়ে এ প্রার্থনায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট‘র নড়াইল জেলা সভাপতি কল্যাণ মুখার্জী। বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা তবিবর রহমান, জেলা বিএনপি‘র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ‘র সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাধারণ সম্পাদক অশোক কুন্ডু, নড়াইল সদর উপজেলা বিএনপি‘র সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হগাসান সনি প্রমুখ। নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য বিদ্যমান উল্লেখ করে বক্তারা বলেন, কোনো স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আবহমান কালের এই সম্প্রীতি নস্যাত করে ফায়দা হাসিলের ষড়যন্ত্র করলে তা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।