হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল: নড়াইলে জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাঃ মেহেদী হাসান।
শনিবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে নতুন পুলিশ সুপার মেহেদী হাসানের কাছে কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী এসপি মোসাঃ সাদিরা খাতুন। শনিবার বিদায়ী এসপি সাদিরা খাতুন নবাগত নড়াইল জেলা পুলিশ সুপার মেহেদীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে মোহাঃ মেহেদী হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাঃ মেহেদী হাসানকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
মোহাঃ মেহেদী হাসান ১৯৭৭ সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাস করেন। পরবর্তীতে ডিপ্লেমা অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কোস করেন।। তিনি ২৫তম বিসিএস (পুলিশ ক্যাডারে) এর একজন গর্বিত পুলিশ কর্মকর্তা। ২০০৭ সালে সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরি জীবন শুরু করেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ (চট্টগ্রাম জোন), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), সার্কেল এএসপি (শাহজাদপুর) সিরাজগঞ্জ, ডিএমপি সহকারী কমিশনার (মতিঝিল, নিউমার্কেট), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারি, ট্রাফিক দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগসহ অতিরিক্ত পুলিশ সুপার পদে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নড়াইলে পুলিশ সুপার মেহেদী হাসানের যোগদান

Leave a comment