হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে ফসলি মাঠে মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছে।
মাইজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় ফসলি মাঠে বিমানটি অবতরণ করে।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমান বাহিনীর কর্তৃপক্ষ এসে কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছেন।
নড়াইলে ফসলি মাঠে বিমানের জরুরী অবতরণ!
Leave a comment