হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মামলা চলাকালে আবারও দুর্নীতির মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া অব্যহত রয়েছে। ইতোমধ্যে কমিটি গঠনের লক্ষ্যে তফশীল ঘোষনা করা হয়েছে। পূর্বের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মামলা চলাকালে আবারও পূর্বের ন্যায় তঞ্চকী ভোটার তালিকা করে কমিটি গঠনের জন্য তফশীল ঘোষনা করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুলাই) সরজমিন অনুসন্ধানে গেলে এ বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি রমেশ চন্দ্র অধিকারি অভিযোগ করে বলেন, মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মুখার্জী একজন সুযোগ সন্ধানী দুর্নীতিবাজ। তিনি অস উদ্দেশ্যে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় হচ্ছে।
এর আগে ২০২২ সালে কমিটি গঠন প্রক্রিয়ায় দুর্নীতি অনিয়ম হওয়ায় মালিয়াট গ্রামের পরিতোষ গোস্বামী নামে একজন অভিভাবক নড়াইল বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং দেং-৬১/২০২২। এ মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মুখার্জী সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। মামলাটি চলমান থাকাবস্থায় ২ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে ২জন কর্মচারী নিয়োগ দিয়ে প্রধান শিক্ষক বিজয় মুখার্জী মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। অর্থলোভি প্রধান শিক্ষক বিজয় মুখার্জী আবারও নিজের পছন্দমত কমিটি করার জন্য সকল ধরনের অপকৌশল করে যাচ্ছেন। ৯ম শ্রেণির ছাত্রী তুলি দাসের বাবা-মা দু‘জনেই অনেক আগে মারা গেছেন। তুলি দাদু বাড়ি থেকে পড়াশুনা করে। তার বৈধ অভিভাবক থাকা সত্বেও তার মৃত বাবা বাপী দাসের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তুলি দাসের বৈধ অভিভাবক প্রধান শিক্ষক বিজয় মুখার্জীর কথামত ভোট দিবেন না, এটা বুঝতে পেরে তুলি দাসের মৃত বাবার নাম ভোটার তালিকায় অন্তর্ভক্ত করেছেন। এছাড়া আরোও কয়েকটি বিতর্কিত ভোটার করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৮ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের কারনে বিদ্যালয়টি ধ্বংসের পথে। দিন দিন শিক্ষার্থী কমতে কমতে বর্তমানে ১ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত মাত্র ৭৯জন শিক্ষার্থী।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বিজয় মুখার্জী বলেন, কোন অভিযোগ সঠিক না। মামলা চলাকালে নিয়োগ দেয়া ও পুনরায় কমিটি গঠন সম্পর্কে বলেন, আদালত কোন কাজ করতে তো নিষেধ করেন নাই। উপজেলা সমাজসেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার উত্তম সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসার তাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন। তিনি নিয়ম অনুযায়ী কাজ করছেন। কমিটি নিয়ে মামলা থাকার কথা তিনি জানেন না। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার বলেন,ওই বিদ্যালয়ের কমিটি নিয়ে মামলা চলার বিষয়ে তিনি জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন। এদিকে মামলার বাদী পরিতোষ গোস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বিজয় মুখার্জী কোন আইন কানুনের তোয়াক্কা করেন না। তার অফকর্মের ফিরিস্তি দিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিবেন বলে জানান।
নড়াইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
Leave a comment