হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে মরহুম শরীফ আতিয়ার রহমানের বাসভবনে
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টা হতে সারাদিন এ সেবা দেয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তাওফিকা হোসাইন তুলি, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডাঃ এস জেড আতিক প্রিন্স, দন্ত ও মুখমন্ডল রোগ বিশেষজ্ঞ ডাঃ শরীফ শামীম আতিক, গাইনী বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুন প্রিয়ংকা ও ডাঃ শরীফ জায়েদ আতিক অমি।
চিকিৎসা নিতে আসা এ্যাডভোকেট সঞ্জীব বোস,শাহিনা আকতার সহ আরোও অনেকে বলেন,এখানকার সেবার মান খুবই ভালো। প্রতি মাসের শেষ শুক্রবারে এখানে অনেক রোগি আসেন। সেবার মান ভালো হওয়ায় দিন দিন রোগি বেড়েই চলেছে।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন,নড়াইলবাসিকে বিনামূল্যে শুধুমাত্র সেবা দেয়ার উদ্দেশ্যে এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিমাসের শেষ শুক্রবারে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সংগঠনের সভাপতি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস জেড আতিক প্রিন্স বলেন,দেশের অনেক মানুষ অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারে না। আবার অনেকের দূরে গিয়ে চিকিৎসা নেয়ার মত কোন সুযোগ নেই। নড়াইলের সন্তান হিসেবে এলাকার মানুষের কাছে নিজেদের দায়বদ্ধতার তাগিদে কেবলমাত্র এলাকার মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ। সুযোগ পেলে ভবিষ্যতে এ সেবার মান আরোও বৃদ্ধি করা হবে।
নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
Leave a comment